Home

Love me or hate me Either way I am in your mind

তুমি তাকে ভালোবাস , যে তোমাকে কষ্ট দেয় । তুমি তাকে কষ্ট দিও না , যে তোমাকে ভালোবাসে । হয়ত তুমি পৃথিবীর কাছে কিছুই না , কিন্তূ কার কাছে তুমি তার পৃথিবী ।

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

  "একদিন এক ছেলে তার প্রেমিকাকে বললআমি যদি কোনদিন অন্ধ হয়ে যাই তুমি কি করবে ? মেয়েঃ আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার এর কাছে চিকিতসার জন্য নিয়ে যাব আর সবচে ভালো চিকিতসা করাব ।কিছু সময় পর যখন এক ই প্রশ্ন মা কে করলো মা,আমি যদি কোনদিন অন্ধ হয়েযাই তুমি কি করবে ? মা হাসলেন আর বললেন আমি আমার চোখ দিয়ে দিব কারন আমিআমার ছেলেকে এই অবস্থাতে দেখতে পারবনা !!!!!!!!!!!!!!মায়ের উত্তর ই বলে দেয় মা কি জিনিষ ! ধিক্কার সেসব লোককে যারা বৃদ্ধা মাকে অবহেলা করে !! আল্লাহ আমাকে সেই সকল নিকৃষ্ট মানুষ হওয়া থেকে রক্ষা করুন"​

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


      পৃথীবি যখন ঘুমিয়ে থাকবে তখন আকাশে তাকিয়ে যদি দেখ সব চাইতে ছোট্ট একটি তারা মিট মিট করে জলছে । তখন বুঝবে আমি জেগে আছি ......... আর এভাবেই আমি জেগে থাকবো তোমারি জন্য----- >>>>> কি লিখব তোমার জন্য ? এলোমেলো বর্ণ কতভাবে সাজালাম তবু গাঁথা হলনা মনের মতো শব্দমালা দৃষ্টিতে কতকিছু ভেসে যায়, কত ছবি, কত কথা, কত স্মৃতির মধুরতা ধরা দিয়েও অধরাই রয়ে যায় তবু খুঁজে ...


<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


   “মানষের জীবনে কত কিছুইনা চাওয়া থাকে তার সব কিছুই কি পুরন হয় ? তেমনি আমিওতো চেয়েছিলাম আমার জীবনে কোনো এক জনকে । যে আমাকে কথাও দিয়েছিলো ,কিন্তু কেনো এমন হলো ? সবি হলো এলো মেলো । যদিও আমি এখন অ...নে...ক দুরে, তবু যেনে রেখ ভুলিনি ,ভুলিনি.........“


<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


(((((( বৃদ্ধাশ্রম থেকে পাঠানো মায়ের চিঠি )))))

খোকা,



কেমন আছিস জানতে চাইব না। কেননা সব মায়ের চাওয়াই থাকে তার খোকা যেন সব সময় ভালো থাকে। সুস্থ থাকে। আমাকে ছেড়ে নিশ্চয়ই তুইও ভালো আছিস। আর ভালো থাকবি না কেন বল? ভালো থাকার জন্য তো তোরা আমায় এখানে পাঠিয়ে দিয়েছিস। আমি ভালো আছি, তবে ছোটদাদুর জন্য মনটা খুব কাঁদে রে। ওকে ভুলে থাকতে পারি না। বউমাও নিশ্চয়ই খুব ভালো আছে।


যখন একলা থাকি, তোর বাবার স্মৃতি খুব মনে পড়ে। বাড়ির প্রতিটা আসবাবপত্রে তোর বাবার হাতের ছোঁয়া লেগে আছে। ইচ্ছে ছিল, জীবনের শেষ অবধি সেগুলো বুকে আগলে রাখব। কিন্তু তোরা আমার সুখ চাস বলেই নাকি এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিস। তাই মাঝে মাঝে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। হেসে উঠি যে তোরা আমায় কত ভালোবাসিস। জগতে কোন ছেলে তার মাকে ভালোবেসে এমন সুন্দর জায়গায় পাঠায়, যেখানে কোনো কাজ করতে হয় না। শুধু বসে বসে খাওয়া আর গল্প করে সময় কাটানো যায়। 


জানিস খোকা, তুই তখন খুব ছোট। কেবল হাঁটতে শিখেছিস। থাপুস-থুপুস করে পা ফেলে বাড়ির আঙিনাজুড়ে হেঁটে বেড়াস। আমি তোর পাশাপাশি হাঁটছি। হঠাৎ তোর পা কেটে রক্ত বের হলো। তোর বাবা তো সেটা দেখে আমার সঙ্গে সে কী রাগ! পারে তো বাড়ি থেকে আমায় বের করে দেয়। তোকে কেন বুকে না রেখে মাটিতে হাঁটতে দিয়েছি এই অপরাধে। সেদিন আমরা তোর চিল্লাচিল্লি দেখে কিছুই খেতে পারিনি। সারা রাত নির্ঘুম কেটেছে দুজনের। তুই এখনো ভালো করে বাঁ পায়ের নিচে তাকালেই দেখতে পারবি আমাদের দুজনের আদরের ছোঁয়া।



খোকা, তোর বাবা প্রায়ই বলত, দেখে নিও আমাদের খোকা একদিন মস্ত বড় হবে। তোর বাবার কথা সত্যি হয়েছে। তুই অনেক বড় হয়েছিস। দোয়া করি আরও বড় হ। যত বড় হলে মানুষ আকাশ ছুঁতে পারে। তোর জন্য মন খুব কাঁদে। কত দিন হলো তোকে দেখি না। এত ব্যস্ত থাকিস কেন? এই বুড়ো মাকে একদিন একটু সময় করে দেখতে আসিস। ভয় নেই, কিছুই নেব না তোর কাছ থেকে। শুধু তোর মুখটা দেখে, প্রাণটা জুড়িয়ে নেব। তোকে এখন দেখতে না পারায় আমার বুকের ভেতরটা কেমন যেন খাঁ খাঁ করে রে। আমি তোকে জন্ম দিয়েছি। বুকে আগলে রেখে বিপদ-আপদ থেকে রক্ষা করেছি। ছোট্ট বিছানায় প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছিস, যখন-তখন আমি সেই ভেজা বিছানায় শুয়ে তোকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়েছি। একেই বুঝি বলে জন্মান্তরের বাঁধন। এই বাঁধনটা কেটে দিতে নেই রে খোকা। কেটে দিলে সবাই যে তোকে অমানুষ ভাববে। আর আমি মা হয়ে সেটা সইব কেমন করে বল?


আজ আর নয়। আমার বংশের প্রদীপ ছোটদাদুর প্রতি খেয়াল রাখিস। ভালো থাকিস খোকা। হাজার বছর বেঁচে থাকিস।
ইতি
তোর মা।


<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<



যার রাগ বেশি সে নিরবে অনেক ভালোবাসতে জানে, যে নিরবে 

ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি,আর যার 

ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেকবেশি l



<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<



এক অভিশাপের জীবন প্রবাসের জীবন "" অভিনয় করতে করতে আজ 

বড়ই ক্লান্ত , কখনো মা বাবার কাছে , আবার কখনো সেই জীবন 

সাথির কাছে ,  ভালো না থেকেও বলতে হয় ( আমি ভালো আছি ) কিন্তু 

কখনোই পারিনি সত্য বলতে , কারন আমরা আমাদের প্রিয়জনকে 

অনেক ভালোবাসি । তাই কখনো চাইনা তারা কষ্টে থাকুক ...... ( আলী )




<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

কোনো এক সময় একা স্কুলে যেতে ভয় পেতাম , 
আজ একা একাই জগত ঘুরে বেড়াই । 
কখনো ক্লাসে প্রথম হওয়ার জন্য পড়তাম , 
এখন অর্থের পেছনে ছুটে বেড়াই ।
 আগে একটু আঘাটে কেঁদে ফেলতাম , 
আজ ভাঙ্গা হৃদয় নিয়েও হাঁসি ।
 আগে বন্ধুর জন্য প্রান দেবার শপথ নিতাম , 
কিন্তু আজ জীবন যুদ্ধে বন্ধুর কথা মনেই নেই । আগে একটুতেই ঝগড়া,একটুতেই মিলন হতো , 
আর আজ অল্প কথাতেই সম্পর্ক শেষ হয়ে যায় । সত্যিই এ জীবন আমাকে অনেক কিছুই শিখিয়ে দিল , বোঝার আগেই জীবন কত বড় করে দিল । 
বড় হওয়ার স্বপ্নে শৈশব কাটিয়ে দিলাম , 
 আজ একটাই দুঃখ,কেন শৈশব হারালাম.....